ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫

·

কালকে তারেক ভাইয়ের প্রেজেন্টেশন উপলক্ষে অফিস থেকে বিকালে ছাড়া পেয়েছি। নিজাম ভাই নিজেই সাথে করে সিএনজি তে করে নিয়ে গেলেন।
গেটেই দেখা হল ট্রিট ভাই Sumon ভাইয়ের সাথে :v
সোজা চলে গেলাম দোতালার উইন্ডি টাউনে “ডিজিটাল মার্কেটিং” সম্পর্কে শোনার জন্য। সেখান থেকে গেলাম CMS Conference এ। কিন্তু মজা লাগতেছিল না আর মন পড়ে ছিল মজিলার বুথে তাই ৫ মিনিট পর বেরিয়ে চলে গেলাম দোতালায়।


বুথ খুঁজতে খুঁজতে পুরো জায়গা-ই ঘোরা হয়ে গেলো। এবং সেখানে মারা গেলো আমার নতুন আইডিয়া। যেটা নিয়ে আমি গত ১ মাস ধরে চিন্তা করতেছিলাম, সেটা অলরেডি সবাই করে মেলায় দেখানোর জন্য নিয়ে আসছে :'(
শেষ পর্যন্ত মজিলার বুথ খুঁজে পাওয়া গেল।
প্রথমে চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম কে কি করছে। এরপর শুরু করলাম সবাইকে জ্বালানো 3:-)

যোবায়ের ভাইকে জালানো
যোবায়ের ভাইকে জ্বালানো

যারা যারা ছিল, সবাইকে জিজ্ঞেস করলাম “ভাই কি বিক্রি করেন?”
আর যাই কই, সবাই সারা দিন মানুষের সাথে কথা বলে এমনিতেই অবস্থা খারাপ। আমি আবার যেয়ে জ্বালানো শুরু করে দেয়ায় ক্ষেপে গেল :v
সিয়াম বেচারার কাহিল অবস্থা দেখে আমিও বুথে দাঁড়ালাম। ব্যাস আমার ও অবস্থা কাহিল হতে সময় লাগলো না। আমি খালি ফায়ারফক্সের নতুন ফিচার হেলো দেখাচ্ছিলাম। কিন্তু তাও মানুষের প্রশ্ন ফায়ারফক্স হ্যাং কেন করে, not responding লেখা কেন উঠে, অ্যাড ব্লক করবো কিভাবে, প্লাগিন রিমুভ করে কিভাবে, অ্যাড-অন রিমুভ আরও কত কি!

15874473763_61af41bc22_o 16306951628_f1acd85c57_o 16308352349_8d641029d4_o 16492894251_d233fff08c_o 16493045661_80ae6b42b1_o (1) 16493045661_80ae6b42b1_o
অবশেষে সাড়ে ৭ টায় বুথ ক্লোজ ঘোষণা দেয়া হলে চলে আসলাম নিচে CMS Conference এ। ততক্ষনে সবার প্রেজেন্টেশন শেষ। কুইজ পর্ব চলছে।
এতবার হাত তুললাম, কেউ দেখলো না :3
অনুষ্ঠান শেষ হল, আমি সুমন ভাই আর বাবর ভাই একসাথে বের হলাম। বাইরে দেখা হল মামুন সৃজন ভাই, শিবলু ভাই, নাসির ভাই, মিনহাজ ভাই, আসিফ ভাই সহ আরও অনেকের সাথে।
শেষে আমি সুমন ভাই আর বাবর ভাই হাটা শুরু করলাম। জ্যামের কারনে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শঙ্কর পর্যন্ত পুরো রাস্তা হেটেই আসতে হয়েছে :3
তবে অনেক বেশি হাটার কারনে রাতের ঘুম টা অনেক ভালো হয়েছে 🙂

ওহ! Herock মিয়াকে ছবি তোলার জন্য অনেক ধন্যবাদ। আবিরে কাচ্চি পাওনা রইলো 😉

Comments

Leave a Reply