বসের কারণে হয় সবই বসের কারণে!

·

একটা কথা প্রচলিত আছে যে মানুষ আসলে জব ছাড়ে না, ছাড়ে টক্সিক বস।

আমি আরেকটা কথা বলতে চাই যে মানুষ আসলে জব করেই একজন লিডারের থেকে কিছু শিখার জন্য। তার লাইফ, তার শেখানো জিনিস থেকে ইন্সপায়ার হওয়ার জন্য।

একটা কোম্পানি চালানো মানে মাল্টিপল টিম লিড করা। আমেরিকানরা মজা করে বলে একেক সময় একেক ধরনের হ্যাট পরা। একজন ফাউন্ডার, CEO বা টিম লিডকে আসলে এমপ্লয়িদের বা টিম মেটদের জন্য প্রত্যেক দিন কাজ করতে হয়। তাদের মোটিভেট করতে হয়, ইন্সপায়ার করতে হয়। আর এইটা করার জন্য তাঁকে নিজে প্রত্যেক দিন সকালে এনার্জাইজ্ড ফিল করতে হবে, নিজেকে মোটিভেটেড ফিল করতে হবে।

নিজে টায়ার্ড থাকলে, ফোকাস করতে না পারলে টিম, বিজনেস কিছুই সাসটেইন করবে না।

মানুষ জব ছাড়েও বসের জন্য; ধরেও বসের জন্যই!

সেকান্দার বাদশা

Comments

Leave a Reply