কেন আমি মার্কেটপ্লেসে কাজ করতে নিরুৎসাহিত করি?

·

ব্যক্তিগত অভিজ্ঞতা

আমি নিজে শুরু করেছিলাম মার্কেটপ্লেস থেকে। সাধারণ HTML বেজড স্ট্যাটিক সাইট বা টেম্পলেট তৈরি এবং Joomla দিয়ে সাইট তৈরি করতে জানতাম। প্রচুর কনফিডেন্স ছিল। যেহেতু একাই যেয়ে সাগরে ঝাপ দিয়েছিলাম তাই একেবারে উপুড় হয়ে পরে বিশাল একটা ধাক্কা খেয়েছিলাম।

২ বছর বিরতি নিয়ে যখন আরেকটু ভালো করে শিখে ফিরে গেলাম, তখন কোন রকম ধাক্কা খাইনি। কারণ ততদিনে মার্কেটের চাহিদা, ক্লায়েন্টের মনোভাব এবং কমিউনিটি এর সাথে যুক্ত হওয়ার কারণে যথেষ্ট সাহায্য পেয়েছি। কিন্তু প্রত্যেকটা কাজ একা করা লাগতো। চিন্তাভাবনা বা রিভিউ করার জন্য কাউকে পাওয়া যেত না। এই জন্য মেন্টাল স্ট্রেস অনেক বেশি কাজ করতো।

এরপরে ফুল টাইম কাজের ফাঁকে ফাঁকে প্রায়ই মার্কেটপ্লেস এ কাজ করা হয়েছে। ইচ্ছা ছিল যে একটা ভালো পোর্টফোলিও বানাবো। এরপর সব সময় কাজ থাকবে, তাই আর কাজ পাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না।

মোটামুটি ৭ বছর ফুল টাইম জব এবং মার্কেটপ্লেসে থেকে আমার নিজের উপলব্ধি হচ্ছে-

মার্কেটপ্লেসকে কোন দীর্ঘস্থায়ী আয়ের উৎস হিসেবে নেওয়া উচিত না।

অনেক বেশি স্ট্রেস, কমিউনিকেশন এবং কনভিন্স করতে সময় বেশি নষ্ট হওয়া, পেমেন্ট নিয়ে ঝামেলা সহ শত শত কারণ আছে। এগুলো এড়ানোর উপায় নেই।

সব থেকে বড় কথা হচ্ছে মার্কেটপ্লেসে বেশির ভাগ মানুষের একা কাজ করা লাগে। ফিডব্যাক পাওয়া যায় শুধু ক্লায়েন্টের থেকে যে শুধুমাত্র তার নিজের প্রডাক্ট সম্পর্কে জানে এবং কেয়ার করে।

তাহলে কি করতে বলেন?

আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে আমি পয়সার থেকে শিখতে পারার সুযোগকে বেশি প্রাধান্য দিয়েছি। তাই নগদ পয়সার জন্য একা একজন ক্লায়েন্টের সাথে কাজ না করে যেকোনো টিমের সাথে কাজ করাকে বেশি এগিয়ে রাখি।

যদি মার্কেটপ্লেস থেকে কোন টিমে জয়েন করার সুযোগ পান, তাহলে মার্কেটপ্লেস ভালো যায়গা।

একটা টিমের সাথে থাকা সব সময় গুরুত্বপূর্ণ। কারণ মানুষ সামাজিক জীব আর মেন্টাল সাপোর্ট এবং স্কিল ইম্প্রুভ করার জন্য টিমের কোন বিকল্প নেই।

টিমের সাথে কাজ বেশিরভাগ ফুল টাইম হয় আর টাইমজোন নিয়েও অনেক সময় সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে একা ফ্রিল্যান্স করার জন্য মার্কেটপ্লেস ছাড়া উপায় নেই।

টাইমজোন নিয়ে ঝামেলা না থাকলে আর ফুলটাইম কাজ করার জন্য সুযোগ থাকলে অবশ্যই যেকোনো একটা টিমে জয়েন করা উচিত। হোক সেটা লোকাল বা রিমোট টিম।

দুইটার মধ্যে পার্থক্য কি?

একটা টিমে থাকা অবস্থায় যে পরিমাণ ভুল করার সুযোগ পাবেন এবং শেখার সুযোগ পাবেন, সেটা একা কাজ করে কখনো পাবেন না।

আর একা কাজ করলে অসুস্থ হয়েও শান্তি পাওয়া যায় না। কারণ আমি থেমে গেলে কাজও থেমে যাবে। নিজের কাছেও খারাপ লাগবে, ক্লায়েন্ট ও বিব্রত বোধ করবে।

টিমে থাকলে কেউ না কেউ ব্যাকআপ দেওয়ার জন্য থাকে। শান্তি করে একটু ছুটি নেওয়া যায়।

সবচেয়ে বড় কথা হচ্ছে একা কাজ করলে big picture টা দেখতে পাওয়া যায় না। ভবিষ্যতের পরিকল্পনাও নিজেকে কেন্দ্র করে করা হয়। টিমে থাকলে অনেক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আইডিয়া পাওয়া যায়। দীর্ঘস্থায়ী আয়ের জন্য প্রস্তুতি নেওয়া যায়।

কোন কোম্পানিতে জয়েন করলে নিজের প্রডাক্ট ডেভেলপ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় এবং নিজের কোম্পানির জন্য প্রস্তুতি নেওয়া যায়।

ফ্রিল্যান্সিং বা মার্কেটপ্লেস আমার মতে একটা ক্ষণস্থায়ী ছোট সময়ের জন্য ঠিক আছে। ক্যারিয়ার গড়তে হলে এবং ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে হলে টিমের সাথে কাজ করার কোন বিকল্প নেই।

Comments

Leave a Reply